মোথাবাড়ি

টাকা প্রদানের দাবিতে ঠিকাদার সংগঠনের ডেপুটেশন

 

আটকে রয়েছে নির্মাণ সামগ্রী সরবরাহ করার প্রায় ২০ কোটি টাকা। আর এই টাকা না পেয়ে অবশেষে মোথাবাড়ি ব্লক প্রশাসনের দ্বারস্থ হল ঠিকাদার সংগঠনের সদস্যরা। কালিয়াচক ২ নং ব্লকের বিডিও-র হাতে তাদের দাবি সনদটি তুলে দিল সোমবার।

    জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে ১০০ দিনের কাজের নির্মাণ সামগ্রী সরবরাহ করেছিল বেশ কিছু ঠিকাদার। যার মূল্য ছিল প্রায় কুড়ি কোটি টাকা। আর এই টাকা না পাওয়ার অভিযোগ তুলে কালিয়াচক ২ নং ব্লকের বিডিও-র হাতে এক ডেপুটেশন তুলে দেওয়া হয়। তবে ডেপুটেশন দেওয়ার আগে ঠিকাদার সংস্থা "কালিয়াচক ২ ব্লক MGNREGA ভেন্ডার এসোসিয়েশনের"-এর তরফে এক মিছিল বের হয়। যা গোটা এলাকা পরিক্রমা করে। এরপর সেই টাকা প্রদানের দাবি জানিয়ে বিডিও অফিস ঘেরাও করে ডেপুটেশন দেওয়া হয়।